পড়া হয়েছে: ৪৬
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস লাগিয়ে মেহরাজ (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি শেখ আহমেদ তালুকদার বাড়িতে ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার আবুল বশরের পুত্র বলে জানা গেছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, নিহত মেহরাজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ পরিবারের অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, খবর পেয়ে এক যুবকের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন বলে পরিবার সূত্রে জানতে পেরেছি।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ