ফটিকছড়িতে খালে নিখোঁজ রেজিয়া বেগম, ২০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

আনোর হোসেন ফরিদ, ফটিকচড়ি: ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর কালা পানিয়া এলাকায় ধুরুং খালে গোসল করতে গিয়ে নিখোঁজের ২০ ঘন্টার পরেও রেজিয়া বেগমের সন্ধান মেলেনি।

বুধবার (১৮ জুন) দুপুরে রেজিয়া বেগম গোসল করতে নামলে দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় সন্দেহ হয় স্বজনদের। পরে খুঁজতে গিয়ে খালের পাড়ে তার কাপড়-চোপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় আশ-পাশে তল্লাশি চালায় এলাকাবাসী। ১৯ জুন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে উপজেলার ধুরুং খাল যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত ২ যুগের বেশি সময় ধরে এই খালে প্রাণহানির ঘটনা ঘটলেও গত চার মাসে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু এই কয়েক মাসেই এক প্রবাসী, দুই নারী এবং দুই শিশুসহ অন্তত পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য মতে, গত ৩০-৩৫ বছরে ধুরুং খালে প্রায় ২০-২২ জনের মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত দুইদিন আগেই একই খালের মানিকপুর অংশে খালে গোসল করতে নেমে নানি-নাতনি পানিতে ডুবে মারা যান।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top