চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়িতে মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমির মাটি বিক্রয় করায় মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামক দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
জানা যায়- মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষি জমি থেকে মাটি কর্তন করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের খবর পেয়ে রাত ১টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাটি কাটা ও বিক্রয়ের কাজে যুক্ত দুইটি ডাম্প ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
দুইজন সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রয়ের দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ড্রাম ট্রাক দুইটি জব্দ করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো.মোজাম্মেল হক চৌধুরী।
চাটগাঁ নিউজ/এমকেএন