নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দীন (৩২) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কামাল উদ্দীন দৌলত সর্দার বাড়ির শামসুল আলমের পুত্র।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডলু আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন বিকেলে তিনি বিদ্যুতের কাজ করতে ধানক্ষেতে নামেন। এসময় জমিতে পড়ে থাকা ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎ মিস্ত্রি কামাল উদ্দীনের তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। হঠাৎ প্রাণ হারানোয় পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পাইন্দং ইউনিয়নের পার্শ্ববর্তী ভুজপুর এলাকার ইউপি সদস্য সোহেল জানান, ঘটনার পরই আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ বলেন, ধানক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন