পড়া হয়েছে: ১৭
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মোহাম্মদ মহিউদ্দিন (২৫) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ মহিউদ্দিন হাটহাজারীর পূর্ব মন্দাকিনী বাদশা মিয়া ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইউছুফের সন্তান।
সোমবার (৭ এপ্রিল) বেলা ৩টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিক্যাল রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নিহত যুবক তার মোটরসাইকেল নিয়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করছিল। এমন সময় একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে প্রত্যক্ষদর্শীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন