ফটিকছড়িতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ আজাদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷

নিহত আজাদ বৈবাহিক সূত্রে ফটিকছড়ির দাঁতমারায় স্ত্রীর বাড়ির পাশে নিজে বাড়ি করে বসবাস করতেন। তিনি সন্দীপ উপজেলার ৮নং হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। আজাদ দুই সন্তানের জনক বলে জানা যায়।

জানা গেছে, রাতে স্ত্রীর সাথে ঝগড়া পরবর্তী নিহত যুবক আলাদা রুমে চলে যায়। সকালে পরিবারের লোকজন ঘরের বিমের সাথে রশির সাহায্য গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top