চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা-বাগানের ৭ নম্বর সেকশনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহতরা হলেন— মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০)। তারাও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দে’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী বলেন, দুজন আহতকে আমাদের কাছে আনা হয়। এর মধ্যে মিনু দে’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শুনেছি, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, লাশ এই হাসপাতালে আনা হয়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






