ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লেলাং ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ।

রোববার(১২জানুয়ারী) বিকেল ৩টায় লেলাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন তৈরি করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন- আকতার হোসেন মুন্সি,অমর কান্তি দে,মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন,মাহবুবুল আলম,মাওলানা লোকমান বিন হারুন, মাওলানা আজগর আলী,মাস্টার সাইফুদ্দিন,শরিফ উদ্দিন,আলী মাস্টার,মাওলানা সালামত উল্লাহ,মুহাম্মদ আজাদ প্রমুখ।

মুহাম্মদ বাবর ও মোস্তফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শাহীন একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি দলমতের উর্দ্ধে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যে কোন দূর্যোগ ও মানুষের সুখ-দুঃখে পাশে ছুটে গেছেন এবং অসহায়দের অকাতরে দান করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহীন এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যা অতীত ইতিহাসে আর কেউ করেনি। তিনি কোন হামলায় ঘটনার সাথে জড়িত নন। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাকে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, হাটহাজারী থানার মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় গত ৮ জানুয়ারী লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীনকে চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

চাটগাঁ নিউজ/ফরিদ/ইউডি

Scroll to Top