ফটিকছড়িতে আবারো সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ আহত ৪

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে রয়েছে সাত মাস বয়সী শিশু আদনান, তার মা শারমিন আক্তার, পিতা মো. সুমন এবং মোটরসাইকেল চালক এনজিও কর্মী মো. মহিবুল্লাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে হঠাৎ সংঘর্ষ হলে যাত্রীবাহী উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রী ও চালকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রসঙ্গত, ফটিকছড়ি উপজেলায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বেপরোয়া গতি ও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top