ফটিকছড়িতে আবারো কৃষকের তিনটি গরু চুরি

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতের যেকোনো সময় নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের আবদুল হামিদ সর্দার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

কৃষক মো. বজল ও তার ভাই ফজল করিমের তিনটি গরু গোয়ালঘর ভেঙে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কৃষক ফজল করিম জানান, রাতে কখন যে গরুগুলো নিয়ে গেছে বুঝতেই পারিনি। সকালে গোয়ালঘরে গিয়ে দেখি তিনটা গরুই নেই।

এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। ভুক্তভোগী কৃষকেরা জানান, অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা হয় না—তাই আর থানায় যাইনি।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় বারবার গরু চুরির ঘটনা ঘটায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চুরি চক্রকে শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top