চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় আগুনে ৩০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শান্তিরহাট বাজার এলাকার জলিল সওদাগরের ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তার আগে জালাল সওদাগরের ৪টি, শেখ আহমদের ২০টি, দেলোয়ারের ২টি এবং আক্কাসের ৪টি সহ ৩০টি দোকান ও ঘর পুড়ে যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন