ফটিকছড়িতে অস্ত্র ও মাদকসহ ২ যুবক আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৫ পিস ইয়াবা, একটি চাকু ও প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুন্দরপুর ইউনিয়নের বড় ছিলোনিয়া গ্রামের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে মোহাম্মদ এনামুল হক এবং একই এলাকার নইমুদ্দিনের ছেলে মোহাম্মদ সাকিব।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top