চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদের চালান উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রফিক (৫৫) এবং একই এলাকার মো. মঈন উদ্দিন (৩৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষীছড়ি জোনের অধীন ফটিকছড়ি ক্যাম্পের সেনাসদস্যরা উপজেলার ধর্মপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে রফিক ও মঈন উদ্দিনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২টি শর্টগান, ১টি পিস্তল, ১টি এয়ার গান, ১টি ডামি পিস্তল, পয়েন্ট ৩০৩ ক্যালিবারের ১ রাউন্ড গুলি, শর্টগানের গুলি, শর্টগানের ব্যবহৃত কার্তুজ ৪টি, এয়ার গানের ১০০টি গুলি, ৫টি দা, ৫টি বিদেশি চাকু, ১টি ড্যাগার এবং ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
চাটগাঁ নিউজ/এমকেএন





