ফটিকছড়িতে অসহায়দের মাঝে বিতরণের জন্য ৩ শত টন চাল বরাদ্দ

ফটিকছড়ি প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তার কর্মসূচির (ভিজিএফ) আওতায় ফটিকছড়ির ১৮ ইউনিয়ন ও দুইটি পৌরসভা এলাকায় অসহায়দের মাঝে বিতরণের জন্য ৩ শত টন চাল বরাদ্দ মিলেছে।

এ কর্মসূচীর অংশ হিসেবে (২২ জুন) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে  এলাকার  হতদরিদ্র মানুষের মাঝে মোট ১ হাজার ২ শত ৫০ কেজি চাল বিতরণ করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল  সদস্যবৃন্দ।

পাশাপাশি উপজেলার ১৮ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা বিতরণ করা হবে  বলে জানা গেছে।

এ ব্যাপারে,উপজেলা খাদ্য সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ করিম বলেন, ঈদুল আযহা সামনে রেখে  ভিজিএফ এর আওতায় ফটিকছড়ির ১৮ ইউনিয়ন ও দুইটি পৌরসভার জন্য মোট  তিনশত টন চাল বরাদ্দ মিলেছে।  ইতিমধ্যে  বরাদ্দকৃত চাল স্ব স্ব এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

Scroll to Top