ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বালুখালী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে আনুমানিক ২ হাজার ৫০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

এদিকে একই দিন বিকেলে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম মন্দাকিনী খাল সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি ঘটনাস্থল থেকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top