ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ রবিাবর (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানকালে একটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, গত এক বছর ধরে একটি প্রভাবশালী চক্র এখানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে স্থানীয়দের বসতবাড়ি ও কৃষিজমি ভেঙে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top