ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আন্দারমানিক সত্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে সেনাবাহিনী।

প্রায় এক মাস আগে খিরাম সেনাবাহিনী (আর্মি) ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে মেশিনটি জব্দ করেন। পরে ১৪ আগস্ট দুপুরে জব্দকৃত ড্রেজারটি উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ধর্মপুর ইউনিয়নের আন্দারমানিক ও খিরাম ইউনিয়নের হচ্ছাঘাট এলাকার সত্তা খালের একাধিক স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে।

সরকারিভাবে সত্তা খালে মাত্র একটি ইজারাকৃত বালুমহাল রয়েছে, যা ধর্মপুর কমিটিহাট বাজার এলাকায় অবস্থিত। কিন্তু বাস্তবে খালের বিভিন্ন স্পটে একাধিক চক্র অবৈধভাবে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলন নিয়ে খিরাম এলাকায় এর আগেও একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। তবুও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি। এলাকাবাসীর প্রশ্ন একটি বালু সিন্ডিকেটের কাছে কি প্রশাসন সত্যিই এতটাই অসহায়?

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top