ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, জব্দ ২৫০০ ঘনফুট বালু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির ডলু নয়াবাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ২,৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে নদী ও প্রাকৃতিক উৎস থেকে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে’।

উল্লেখ্য, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, কৃষিজমি ক্ষতি এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের এই ধরনের পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top