ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. কামাল নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় স্থানীয় বাসিন্দা মো. কামালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

আজ থেকে যে দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

 

Scroll to Top