ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং ড্রেজার মেশিনগুলো খালের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় দুইটি ড্রেজার উদ্ধার করা সম্ভব হয়।

এ সময় দুইটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top