পড়া হয়েছে: ৫৯
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুরে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শারমিন আক্তার (৩২) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের ব্রিজ এলাকায় ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পথচারীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তারকে মৃতা বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শারমিন আক্তারের স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত শারমিন আক্তার উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আছিয়া চা বাগান এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
চাটগাঁ নিউজ/ফরিদ/এআইকে