ফটিকছড়িতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সঙ্গে হাত ও গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা–বাগানের মদিনা টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (১৭)। তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মো. আলীর ছেলে।

উদালিয়া বিট ইনচার্জ জৌতিষ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top