ফজলে করিমকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে এক মাদ্রাসাশিক্ষার্থীকে গুলি করে খুনের অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নগরীর কোতোয়ালী থানার এই মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সাবেক এমপি ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। শুনানিতে ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ আগস্টে দুপুর ২টার দিকে নগরীর লালদীঘির পাড় এলাকায় ২১ বছর বয়সী শিক্ষার্থী নিজাম উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরো দেড়শ জনকে আসামি করা হয় মামলায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top