নিজস্ব প্রতিবেদক : নগরীর জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের হাত থেকে চট্টগ্রাম নগরীকে বাঁচাতে হলে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ করছে ক্লিন বাংলাদেশ। “প্লাস্টিক আনুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ক্লিন বাংলাদেশ’ নগরীর তিনটি পয়েন্টে চালু করতে যাচ্ছে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার।
আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর চকবাজার কাঁচাবাজার গেইটস্থ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নারটি উদ্বোধনের মাধ্যমে এ সেবা শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধনের কথা রয়েছে।
ক্লিন বাংলাদেশ’র পক্ষ থেকে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত চকবাজার কাঁচাবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদ কাঁচাবাজার তিনটি পয়েন্টে রমজান মাসব্যাপী প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। পুরো রমজান মাস জুড়ে ৭ ও ৮ মার্চ, ১৪ ও ১৫ মার্চ, ২১ ও ২২ মার্চ উল্লেখিত পয়েন্টগুলোতে এই কার্যক্রম চলবে।
ক্লিন বাংলাদেশ’র তানভীর রিসাত জানান, কর্নারে নাগরিকরা প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ছোলা, খেজুর, চিড়া, আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, আমরা মনে করি নগরীর জলাবদ্ধতা, প্লাস্টিক দূষণ ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছা ব্যবহার। এই প্লাস্টিক যদি সঠিক ব্যবস্থাপনায় আসে, তবে একদিকে যেমন পরিবেশ বাঁচবে, অন্যদিকে স্বল্প আয়ের মানুষদের মুখে ফুটবে হাসি।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ