চাটগাঁ নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বছরখানেক আগে প্রেমিক নুরুল আলম সিকদারকে বিয়ে করেন রুমানা আক্তার (২১) নামে এক তরুণী। বছর না পেরুতেই সেই প্রেমিকের হাতে নির্যাতিত হয়ে মৃত্যুকে আলিঙ্গণ করলেন তরুণী।
এসময় কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর (রুমানা) মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় স্বামী নুরুল আলম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার ( ২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রামু ছদরঘোনা ভাড়া বাসায় রুমানা দম্পতি থাকতো। সেখানে স্বামীর নির্যাতনের শিকার হয়ে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় এ নারীর মৃত্যু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন মিয়া জানান, নুরুল আলম সিকদার নামে একজনকে আটক করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রামু থানা বাকি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে নুরুল আলম সিকদার মৃত নারীর স্বামী নয় বলে দাবি করেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
চাটগাঁ নিউজ/জেএইচ