প্রেমের বিয়ে মেনে না নেয়ায় ছাত্রীর আত্মহত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ইয়াসমিন আক্তার লিমা (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।সে চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে লিমার নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। লিমা একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমা তার চাচাতো ভাই নিরবের (১৭) সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। এক পর্যায়ে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে। তবে তাদের বিয়ের বিষয়টি পরিবারের লোকজন জানার পর তা মেনে নিতে অস্বীকার করে লিমা মা। এতে লিমা রাগান্বিত হয়।

সোমবার লিমা নিরবের ঘরে অবস্থান নেয়। ঘটনাটি জানতে পেরে লিমার মা লিমাকে গতকাল রাতেই জোর করে নানার বাড়িতে পাঠিয়ে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে পরিবারের প্রতি অভিমান করে গভীর রাতে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লিমা। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top