প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরন, গ্রেফতার ৪

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির রাজস্থলীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহৃত হওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় ঐ শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করেন আসামীরা। পরে সন্ধ্যা পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থী বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে রাত পৌনে ১০টায় এলাকাবাসীর সহযোগিতায় স্কুলের পেছনে অপহরণকারীদের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাজস্থলী থানার ৩নং বাঙ্গালহালিয়া ইসলামপুরের মো. আব্দুছ ছাত্তারের ছেলে মো. জীবন (১৯), আব্দুর রশিদের ছেলে মো. ইসমাইল হোসেন (১৯) ও মো. আবদুল্লার ছেলে সালমান গাজী (১৯) ও সাতক্ষীরা মাগুরার মো. জহুর আলী গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম জনি (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে তার প্রতিবেশি জীবন নামের এক যুবক প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাবও দেয় ওই যুবক। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ওই যুবককে ডেকে সতর্ক করে দেয়। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে উল্টো হুমকি দিতে থাকে।

এই বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন চাটগাঁ নিউজকে জানান, এ ঘটনায় রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রবিবার রাঙ্গামাটি কোর্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top