পড়া হয়েছে: ২৩
চাটগাঁ নিউজ ডেস্ক : এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) রাতে নগরীর অক্সিজেন স্পোর্টস জোনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ও ইংরেজি বিভাগ। মূলপর্বে প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের পক্ষে শাহীন আলম গোল করেন। ১৯ মিনিটের মাথায় ইংরেজি বিভাগের পক্ষে মো. শাকিল গোল করে তা পরিশোধ করেন। খেলার মূলপর্বের ফলাফল হয় ১-১।
পরে ট্রাইবেকারে স্যোশিওলজি বিভাগ ৫-৪ গোলে ইংরেজি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শাহীন আলম। তিনি গোল্ডেন গ্লাভসও লাভ করেন। ইংরেজি বিভাগের তাসিন গোল্ডেন বল, অর্থনীতি বিভাগের শাহরিয়ার ইকবাল ও ইংরেজি বিভাগের মো. শাকিল যৌথভাবে গোল্ডেন বুট অর্জন করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন ও বোরহানুল হাসান চৌধুরী, উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা, ট্রেজারার এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, এবি ব্যাংক পিএলসির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মাহতাবুর রহমান।
প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব পঙ্কজ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট, চট্টগ্রামের উন্নয়নে যার ভূমিকা ছিল বিরাট। বিশেষভাবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার অবদান বিশাল। তিনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায়ে প্রায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি মেয়র থাকাকালে জীর্ণ-শীর্ণ বিদ্যালয়গুলোকে সিটি করপোরেশনের অধীনে নিয়ে সেগুলোর অভূতপূর্ব মানোন্নয়ন করেছিলেন। তিনি স্বাস্থ্যখাতে দুটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। অনেক কমিউনিটি ক্লিনিকেরও তিনি প্রতিষ্ঠাতা। চট্টগ্রামে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। আমি তাকে চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তা ও মাঠের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছিলাম। তিনি তা আমলে নিয়েছিলেন। এবিএম মহিউদ্দিন চৌধুরী-প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া নিয়ে তার স্বপ্নের অংশ।
হাসিনা মহিউদ্দিন বলেন, এ টুর্নামেন্ট একদিন অনেক বড় হবে, বড় পরিসরে অনুষ্ঠিত হবে। আমি বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি এবং বিজয়ী ও রানার আপ দল সামনে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। বোরহানুল হাসান চৌধুরী বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টের ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটির এক বিভাগের সঙ্গে অন্য বিভাগগুলোর আন্তরিক সম্পর্ক তৈরি হবে। এ সম্পর্ককে আমরা অভ্যন্তরীণ সামাজিক সম্পর্ক বলতে পারি। উল্ল্যেখ, গত ২ মে এবিএম মহিউদ্দিন চৌধুরী-প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এবি ব্যাংক, কো-স্পন্সর গ্রীন হারভেস্ট, টিভি পার্টনার বিজয় টিভি, মিডিয়া পার্টনার দৈনিক চট্টগ্রাম প্রতিদিন এবং অনলাইন মিডিয়া পার্টনার সিপ্লাস টিভিকে এই টুর্নামেন্টকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করেন।
চাটগাঁ নিউজ/এআইকে/এসআইএস