চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ১০-দলীয় জোটে এলডিপির মনোনীত প্রার্থী এম এয়াকুব আলীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, ‘হাইকোর্ট স্পষ্টভাবে প্রমাণ করেছে যে, অন্যায়ভাবে একজন জনপ্রিয় প্রার্থীকে নির্বাচনী মাঠের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। আদালতের আদেশের মাধ্যমে সেই অন্যায়ের অবসান ঘটেছে।
তিনি আরও বলেন, ‘আদালতের নির্দেশের পর এখন নির্বাচন কমিশনের আর কোনো অজুহাত নেই। দ্রুত তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনী প্রচারণায় নামতে দিতে বলা হয়েছে।’
এ বিষয়ে এয়াকুব আলী বলেন, ‘এই রায় শুধু আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি পটিয়াবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষার বিজয়। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহর রহমত ও আদালতের ন্যায়বিচারে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, দলের নেতাকর্মী এবং পটিয়ার সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে থেকে সাহস ও শক্তি জুগিয়েছে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’
এর আগে ঋণখেলাপির অভিযোগে এম এয়াকুব আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে আপিল করেন এই প্রার্থী।
চাটগাঁ নিউজ/এসএ





