চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীতে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে দেশে ফিরে এক প্রবাসী তার স্ত্রীর সদ্য বিয়ে করা ওই যুবককে খুন করেছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে আনুমানিক দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. হাসিব (২৬) নগরীর পাঁচলাইশ থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও গত দু’মাস ধরে বেকার ছিলেন বলে পুলিশ জানায়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, একই এলাকায় প্রতিবেশি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে যান। তারা এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করতে শুরু করেন। এর মধ্যে ওই নারী তার স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। সেটা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই প্রবাসী গত সপ্তাহে দেশে ফিরে আসেন।’
ওসি বলেন, এর মধ্যে হাসিব ও তার সদ্য বিয়ে করা স্ত্রীও নিজেদের বাসায় ফিরে আসেন। কয়েকদিন ধরে বিভিন্নভাবে ওই প্রবাসী তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। আজ দুপুরে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে খুন করে মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত প্রবাসী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
তবে আসামি গ্রেফতার ও মামলার তদন্তের স্বার্থে প্রবাসী ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি ওসি মোহাম্মদ সোলাইমান।
চাটগাঁ নিউজ/এসএ







