প্রাইম মুভারের সড়ক অবরোধে আগ্রাবাদ-ইপিজেড জুড়ে যানজট

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় নৌ-বাহিনীর গাড়িতে ধাক্কা লাগায় লরিচালককে লাঠিপেটার জেরে সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা। এতে করে আগ্রাবাদ-ইপিজেড এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের চাপ নগরীর বেকবোন রোড বহদ্দারহাট- ইপিজেডসহ সংশ্লিষ্ট সড়কে পড়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সল্টগোলা রেলক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সল্টগোলা এলাকায় বন্দরের পণ্য পরিবহনে নিয়োজিত একটি লরি নৌ-বাহিনীর চলন্ত একটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় নৌ-বাহিনীর গাড়িতে থাকা অন্তত পাঁচজন নৌ-সদস্য নেমে ওই লরিচালককে একটি লাঠি দিয়ে মারধর করেন। এর জেরে ওই লরি চালক ক্ষুব্ধ হয়ে সড়কের মাঝখানে আড়াআড়িভাবে লরিটি রেখে অন্য চালকদের ডেকে আনেন। এতে করে পুরো সড়ক জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার সংগঠনের নেতারাও উপস্থিত হন।

লরিচালকদের সড়ক অবরোধের ফলে আগ্রাবাদ থেকে স্টিলমিল পর্যন্ত সড়কের ‍উভয় দিকেই যান চলাচল বলতে গেলে বন্ধ হয়ে যায়। এতে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, লরিচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ঘটনাস্থলে যাওয়ার জন্য থানা থেকে বের হয়েছি। ঘটনাস্থল থেকে থানা আনুমানিক দুই কিলোমিটার। কিন্তু সড়কে এত যানজট যে আমাকে হেঁটে যেতে হয়েছে। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে গাড়িটি সরানো হয়েছে। যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top