রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ দশ বছর পলাতক থেকে অবশেষে র্যাবের জালে আটক হল রাঙ্গুনিয়ার আলোচিত প্রবাসী হত্যা মামলার অন্যতম আসামী মঞ্জুরুল হোসেন ওরফে মঞ্জুর (৪৫)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে সে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ির আবুল কাসেমের ছেলে।
আলোচিত এ হত্যা মামলার অন্য আসামিরা হলেন- মো. ওসমান, তোফায়েল আহমদ, ওয়াকিল আহমদ, ছাবের আলম, জসিম (গ্রেফতার মঞ্জুরের বড় ভাই) ও ইসমাইল।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল চাটগাঁ নিউজকে বলেন, ২০১৫ সালের প্রবাসী ইদ্রিস হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ছিল। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিলো। অবশেষে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন