চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে সৌদি আরবে একসাথে কাজ করার সুবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের মোঃ সাইমন উদ্দিনের সাথে মানিকগঞ্জের বাবুল মিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি ছুটি কাটাতে দেশে ফেরার সময় সাইমনকে বাবুল মিয়া তার পরিবারের জন্য ২৩ ভরি স্বর্ণ পাঠান।
কিন্তু দেশে ফিরে সাইমন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করে। সে মোবাইল বন্ধ করে রাখে এবং স্বর্ণগুলো বাবুল মিয়ার পরিবারকে না দিয়ে নিজের কাছে রেখে দেয়।
এই ঘটনায় বাবুল মিয়ার ভাই আব্দুল খালেক চট্টগ্রাম বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর সীতাকুণ্ড থানার একটি টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সাহায্যে শনিবার অভিযান চালিয়ে সাইমন উদ্দিনের কাছ থেকে ১২ টি স্বর্ণের চুড়ি ও ১টি স্বর্ণের বারসহ মোট ২৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণ বাবুল মিয়ার ভাই খালেককে বুঝিয়ে দেওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম জানান, বাদী আব্দুল খালেক সাইমন উদ্দিনের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা করতে রাজি না হওয়ায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
চাটগাঁ নিউজ/এমআর