চাটগাঁ নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে যেসব কূটনীতিকরা অবস্থান নিয়েছিলেন তারা শাস্তি পাবেন। অপকর্মের জন্য তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, যে-সব কূটনীতিকরা জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরোনো। তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ দিতে পারেন।
উপদেষ্টা বলেন, আমি কাতার গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে দূতাবাসের কোনো কোনো কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি। পরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না। তিনি প্রবাসীদেরকে কূটনীতিকদের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেয়ার জন্য আহবান জানান।
আসিফ নজরুল বলেন, যেসব কূটনীতিক প্রবাসীদের এই বিপদের সময় সাহায্য ও সেবার দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করেছেন, তাদের চাকরির ক্ষেত্রে শুধু নয় তাদের বিচার হওয়া উচিত।
জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনে সহায়তার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কাজ করবে বলেও জানান উপদেষ্টা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ১৮৮ জনের সবাইকে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/ইউডি