ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি সরকারি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘ আড়াই বছর পর প্রধান শিক্ষক পেল। বিদ্যালয়ের ১১৩ বছরের গৌরবময় ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে প্রধান শিক্ষক হিসেবে মো. নাজিমুদ্দিন সরকার দায়িত্বভার গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন।
নতুন যোগদানকৃত প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যোগদানের পূর্বে তিনি বান্দরবান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক নানা জটিলতা ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একধরনের অস্বস্তি বিরাজ করছিল। নতুন প্রধান শিক্ষকের যোগদানে এখন বিদ্যালয় প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন