চাটগাঁ নিউজ ডেস্ক: আরব আমিরাতের ভিসা বন্ধের কারণ জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ডাক্তারী সার্টিফিকেট নিয়ে শ্রমিকেরা যেভাবে আমিরাতে গমন করেছে তাতে আমাদের কোন কাগজপত্র আমিরাত সরকার বিশ্বাস করতে পারেন না। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনার লজ্জায় মাথা নত হয়ে গেছে! — এই বক্তব্য পাবার পর চাটগাঁ নিউজ ডট কম বিষয়টি নিয়ে কাজ করেছে। আরব আমিরাতে বসবাসরত সংশ্লিষ্ট ব্যক্তি ও অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে- এই ভিসা সত্যায়নের কাজটি করেন দূতাবাস।
গত তিন বছর ধরে এই কাজটি করেন ‘Foshwa Global’ কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। তাদের অপরাধে পুরো জাতিকে মাথা নত করতে হবে কেন? প্রধান উপদেষ্টার এমন কষ্টকর বক্তব্যের পরও কোন তদন্ত কমিটি হলো না কেন এমন উল্টো প্রশ্ন প্রবাসীদের!
এই বিষয় নিয়ে চাটগাঁ নিউজ কয়েকটি কারণ খুজেঁ পেয়েছে। যেমন
১. ‘Foshwa Global’ কোম্পানি বিনা টেন্ডারে সাবেক এক মন্ত্রীর তদবিরে কাজ পেয়েছিলেন। তারাই মূলত সনদ সত্যায়নের কাজটি করেন। কয়েকটি ভুয়া সনদ কারা সত্যায়ন করেছে এমন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব আমিরাত সরকারকে অনুরোধ করা যেতো কিংবা বাংলাদেশি আইনে ব্যবস্থা নিয়ে নজির সৃষ্টি করা যেতো।
২. বর্তমানেও বহাল তবিয়তে আছেন একটি দলের কয়েকজন নেতার তদবিরে।
৩. একটি এসএমএস পাঠানোর জন্যও ৫ দেরহাম সার্ভিস চার্জ দিতে হয় প্রবাসীদের। সাধারণ সার্ভিস চার্জ ৪৫ দেরহাম। ফরম ফিলআপ ২৫ দেরহাম। যা টেন্ডারের মাধ্যমে হলে অনেক কমে যেতো।
৪. দ্রুত https://www.foshwaglobal.ae এর বিরুদ্ধে তদন্ত করা দরকার ।
৫. দ্রুত প্রতিযোগিতামূলক টেন্ডারের আয়োজন করা দরকার। এতে সাধারণ প্রবাসীরা উপকৃত হবে।
তাই প্রশ্ন উঠেছে- প্রধান উপদেষ্টা শুধু কি অভিযোগ করে গেলেন, লজ্জা পাবেন নাকি বিচার করবেন? শ্রমিকদের যারা ডাক্তারের সার্টিফিকেট দিয়েছিল তাদের কি কোন বিচার হবে না?
বিস্তারিত দেখুন ভিডিওতে…………………………..