প্রধান উপদেষ্টার হাত থেকে সম্মাননা পেলেন মির্জাখীল দরবারের ড. মকছুদুর রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। এই বিপুল আয়োজনের সবচেয়ে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ অধ্যায় ছিল মাত্র চারজন পিএইচডি ডিগ্রিধারীর হাতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সম্মাননা তুলে দেন। এই চারজনের একজন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

এই অনন্য অর্জনে ড. মকছুদুর রহমান পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গভীরভাবে সম্মানিত বোধ করার অনুভূতি ব্যক্ত করেন। তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা, ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। যাদের আন্তরিক উদ্যোগ ও স্বীকৃতির কারণে এই বিরল সম্মান অর্জন সম্ভব হয়েছে।

ড. মাওলানা মোহাম্মদ মকছুদূর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। এর পূর্বে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ও জ্ঞান অর্জনে তাঁর দীর্ঘ পথচলায় অসামান্য কৃতিত্ব রয়েছে। দাখিল (১৯৮৯) পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান, আলিম (১৯৯১) পরীক্ষায় সার্বিকভাবে দ্বিতীয় এবং সাধারণ গ্রুপে প্রথম স্থান, ফাযিল (১৯৯৩) ও কামিল ফিকহ (১৯৯৭) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান, কামিল তাফসীর শরীফ (২০০১) পরীক্ষায় ৮৮৭ নম্বর পেয়ে রেকর্ড গড়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (১৯৯৮) ও এমএ (২০০৩) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ড. মাওলানা মোহাম্মদ মকছুদূর রহমান বলেন, “এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদীনগণের প্রতি উৎসর্গ করছি। ড. মাওলানা মোহাম্মদ মকছুদূর রহমান একজন মানবসেবী, সমাজসেবক আধ্যাত্মিক চিন্তানায়ক।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top