প্রধান উপদেষ্টার সঙ্গে ষষ্ঠতম বৈঠকে বিএনপি

চাটগাঁ নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে। আজ বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ষষ্ঠতম বৈঠকে মিলিত হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনার কথা রয়েছে।
তবে এই নিয়ে বিএনপি নানা ইস্যুতে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মিলিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রথম বৈঠক করে ১২ আগষ্ট। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সাত নেতা। ওই মাসের ২৯ আগষ্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয় দফায় বৈঠক করে বিএনপি। ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ ছিলেন। ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির তৃতীয় দফার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত হয় বিএনপির চতুর্থ বৈঠক। এর তিন দিন পর ২৭ অক্টোবর রাষ্ট্রপতির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার সাথে ১২ দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অন্যান্য আমন্ত্রিত দলের সাথে বিএনপিও অংশগ্রহণ করেছিল। সর্বশেষ আজ ২৭ নভেম্বর ষষ্ঠ দফায় বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মিলিত হয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্ঠার ড. মুহাম্মদ ইউনুসের সাথে নির্বাচন, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত অধ্যাদেশ দিয়ে বাতিল করা, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার ছিলেন তাদেরসহ ভুয়া ও পক্ষপাতদুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

চাটগাঁ নিউজ/ইউডি  

 

Scroll to Top