‘প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে সমর্থন জামায়াত-এনসিপির’

চাটগাঁ নিউজ ডেস্ক: ড. ইউনুস বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই রোডম্যাপকে জামায়াত সমর্থন জানিয়েছে। পাশাপাশি এনসিপিও সমর্থন জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন। জামায়াত বলেছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস। জামায়াত তাতে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদে স্ব স্ব অবস্থান জানিয়েছেন। তারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন। তারা তাকে অনুরোধ করেছেন তার নেতৃত্বেই যেন বাংলাদেশে ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বলেও জানান তিনি।

শফিকুল আলম আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া এ মাসেই শুরু হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top