পড়া হয়েছে: ৪৪
চাটগাঁ নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে তার বাসভবন যমুনায় গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে ৩ টা ৫০ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর।
শায়রুল কবীর জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনা বিকেল ৩ টা ৫০ মিনিট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ গিয়েছেন।
চাটগাঁ নিউজ/এআইকে