নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করায় একজন রেল কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৪ মার্চ) রেল কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার (২৫ মার্চ ) জানাজানি হয়েছে।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর।
সাময়িক বরখাস্ত হওয়া ওই রেলকর্মীর নাম এস এম জাহিদুল ইসলাম। তিনি চট্টগ্রামের পাহাড়তলী লোকো শেডে সহকারী লোকো মাস্টার পদে কর্মরত ছিলেন।
রেল সূত্রে জানা যায়, ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এস এম জাহিদুল ইসলামের ব্যবহৃত ‘Skm Jony’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট করেন তিনি। পোস্টে লেখা হয়- ‘অবশেষে সকাল ৭টায় পাদত্যাগ করলেন ইউসুফ সরকার।’ প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনা প্রধান ওয়াকারুজ্জানের ছবি সংযুক্ত করে ক্যাপশনে এই লেখা লিখেন তিনি।
ফেসবুক পোস্টটি রেল মন্ত্রণালয়ের নজরে আসতেই এস এম জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর বলেন, ফেসবুকে প্রধান উপদেষ্টাকে অবমাননা ও মিথ্যা তথ্য প্রকাশ করায় কর্তৃপক্ষ এস এম জাহিদুল ইসলাম নামের একজন সহকারী লোকো মাস্টারকে সাময়িক বরখাস্ত করেছে।
তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ