প্রধানমন্ত্রীর নিকট রাউজানের ১৬টি দলীয় স্থায়ী কার্যালয় ও অন্যান্য স্থাপনার দলিল হস্তান্তর

রাউজান প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে চট্টগ্রামের রাউজানের উপজেলায়  নিজস্ব জায়গার উপর নির্মিত আওয়ামী লীগের ১৬ টি স্থায়ী কার্যালয়সহ অন্যান্য স্থাপনার ছবি ও তথ্য সম্বলিত দলিল হস্তান্তর করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ (রাউজান) এর সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

বুধবার (১ নভেম্বর) বিকালে গণভবনে এসব দলিল হস্তান্তর করেন। এই সব দলিলের মধ্যে ছিল ১টি উপজেলা, ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের নিজস্ব জায়গায় নবনির্মিত আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়, শেখ কামাল কমপ্লেক্স, বেগম ফজিল্লাতুন্নেছা মুজিব বৃদ্ধা নিবাস ও সায়েমা ওয়াজেদ পুতুল অটিস্টিক সেন্টার। দলিলপত্র গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনযোগসহকারে দেখেন। এবং কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ সরকারে উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top