পড়া হয়েছে: ৬৬
চন্দনাইশ প্রতিনিধি: আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল (বঙ্গবন্ধু টানেল) উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড মাঠে জনসভা করবেন তিনি।
এ সভা সফল করার লক্ষ্যে রোববার (২২ অক্টোবর) রাতে চন্দনাইশ উপজেলা পরিষদ ডাকবাংলোতে চন্দনাইশে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিন।
তিনি আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল ও আওয়ামী লীগের জনসভাকে চট্টগ্রামবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য সকলের প্রতি আহবান জানান।