চাটগাঁ নিউজ ডেস্ক: পালাগানে দেশ-বিদেশ মাতিয়েছেন ইসলাম উদ্দীন পালাকার। সবশেষ কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানেও শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। সারা দেশে এই গানের সুবাদে তাঁর পরিচিতিও বেড়েছে। এবার চলচ্চিত্রের জন্য গাইলেন ভাটি-বাংলার এই শিল্পী।
নির্মাতা আহমেদ হুমায়ুনের ‘পটু’ ছবিতে প্লেব্যাক করেছেন ইসলাম উদ্দীন। এতে তাঁর কণ্ঠে থাকছে ‘বিয়ে কেন হলো না’ নামের একটি গান। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে টিজার।
প্রথমবারের মতো চলচ্চিত্রে গেয়েছেন ইসলাম উদ্দীন। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘এই প্রথমবার সিনেমায় গান দিছি (গেয়েছি)। সচরাচর আমি সিনেমায় গান দিই না। কারণ, ছায়াছবির গান একটু অন্য রকম। এই গানটি সিনেমার হলেও আমাদের পালা গানের সঙ্গে এর মিল আছে। আমরা যেহেতু মৈমনসিংহ গীতিকার গান করি, বাংলাদেশের মানুষ মৈমনসিংহ গীতিকার কথা শুনলেই—সবাই জানে আমরা কোন স্টাইলে গান গাই। এই গানটা একটু পালা গানের স্টাইলে চলে আসছে, তাই গানটা করেছি।’
ভবিষ্যতেও সিনেমার গানে পাওয়া যেতে পারে, এমনটাই জানালেন পালাকার। বললেন, ‘‘আমাকে যদি কোনো লোকে বলে যে, ‘ভাই আপনি আমারে একটা গান করে দিবেন?’ তবে অনেক চেষ্টা করি গানটা করে দেওয়ার জন্য। কারণ আমি কাউকে ফিরিয়ে দিই না। আমাকে যাঁরা ভালোবাসে, আমিও তাঁদের ভালোবাসি।’’
এদিকে, আহমেদ হুমায়ুন জানালেন, বিয়ে কেন হলো না গানটি প্রায় ৩০০ বছর আগের। কথা ও সুর সংগৃহীত। নতুন করে এর সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের রূপক তিওয়ারি।
ইসলাম উদ্দীন প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘গানটি সিনেমার জন্য নির্বাচন করার পর থেকেই আমরা ভেবেছিলাম ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে খুব মানিয়ে যাবে। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করি, তিনিও আগ্রহ দেখান। খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন তিনি। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’
প্রসঙ্গত, ইসলাম উদ্দীন পালাকারের কণ্ঠে গানটি আজ সোমবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে।
চাটগাঁ নিউজ/এমআর