প্রতি মঙ্গলবার নগরবাসীর অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহে একদিন নগরবাসীর কাছ থেকে অভিযোগ ও সমস্যার কথা শুনবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এছাড়া প্রতিসপ্তাহে একদিন প্রতিটি থানায় অনুষ্ঠিত হবে ‘ওপেন হাউজ ডে’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিসপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সকলের বক্তব্য শুনবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিবেন।

এছাড়া প্রতিটি থানায় রোববার বিকেল ৩টায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে (যা থানা থেকে নির্ধারিত হবে) বলেও জানানো হয়।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top