প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন ‘ভণ্ডামি বাদ দেন’

চাটগাঁ নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে কমেন্ট করে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার রাত ১১টার দিকে তার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই নিন্দা জানান।

তাতক্ষণিক একই পোষ্টের কমেন্টে গিয়ে ড. আসিফ নজরুলকে রীতিমত ধবল ধোলাই করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কমেন্টে তিনি লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

এই পোষ্টের নানাবিধ রিপ্লাই দিতে দেখা গিয়েছে নেটিজেনদের। ইতিবাচক এবং নেতিবাচক উভয় রকম প্রতিক্রিয়ায় এই মুহূর্তে সয়লাব আসিফ নজরুলের নিন্দা সূচক পোষ্টটি।

এর আগে রাত ৯টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যায়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃ্ঙ্খলা বাহিনী এ হামলা করে বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন।

এ সময় দলটির সভাপতি নুরুলহক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ আমার দেশকে জানান, নুরুলহক নুরের অবস্থা আশঙ্কাজনক।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top