নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের একটি অনুষ্ঠানে জুলাই গণঅভ্যত্থান নিয়ে প্রকাশিত ম্যাগাজিনে শহীদদের নামের তালিকা থেকে ফয়সাল আহমেদ শান্ত নামে এক শহীদের নাম বাদ পড়ায় মেয়রের সামনেই হট্টগোল-হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১১ মে) বিকালে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে সন্তান ও অভিভাবক ফোরাম আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতি সম্মাননা ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত হলে আয়োজকরা জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে প্রকাশিত ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
জানা যায়, মোড়ক উন্মোচন শেষে ম্যাগাজিনটি যখন উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের হাতে দেয়া হয়। এর কিছুক্ষণ পর দর্শকসারি থেকে রুবেল নামে এক তরুণ ম্যাগাজিনে প্রকাশিত শহীদের তালিকায় শহীদ ফয়্সাল আহমেদ শান্তর নামটি বাদ পড়া নিয়ে প্রতিবাদ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানান, রুবেল নামে ওই তরুণ শহীদ ফয়সালের নাম কেন বাদ পড়েছে-এ নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এসময় উত্তেজিত ওই তরুণ আয়োজক পক্ষকে অশ্লীল ভাষায় গালাগালও দিতে শুরু করেন। এই সময়ে অনুষ্ঠান স্থলে পক্ষে বিপক্ষে হাতাহাতির ঘটনাও ঘটে। হাতাহাতিতে এক তরুণ আহত হয়ে অজ্ঞান হয়ে যান। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে আয়োজক পক্ষ মাইকে সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানায়। তবে এতে কোন কাজ না হলে মেয়র শাহাদাত হোসেন নিজেই মাইকে দাঁড়ান।
মাইকে দাঁড়িয়ে তিনিও সকলকে শান্ত ও ভদ্র আচরণের অনুরোধ জানান। কিন্তু মেয়রের কথাতেও কেউ কর্ণপাত না করায় একপর্যায়ে মেয়রও অশ্লীল আচরণকারীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, শহীদ আমরাও হয়েছি তো, গুপ্ত হত্যার শিকার হয়েছি, বেয়াদব কোথাকার, বেয়াদবি করতে আসছ এখানে। কথা বললে কেউ শোনে না। তোমাদেরকে বসতে বলতেছি।’
অনুষ্ঠানে অজ্ঞান হয়ে পড়া একজনকে কয়েকজন লোক ধরাধরি করে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে মেয়র বলে উঠেন, একে মারছে কে? তাকে ধরে নিয়ে আস।
মেয়রের এই কথার প্রত্যুত্তরে এক লোক জানান, অজ্ঞান হয়ে গেছে, কেউ মারেনি। কলার ধরে টানাটানি করেছে।
তবে এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক পক্ষের একজন জানান, ম্যাগাজিনে প্রকাশিত শহীদ তালিকায় চট্টগ্রামের প্রথম শহীদ ফয়সাল আহমেদ শান্ত-এর নাম বাদ পড়ার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল। তবে শহীদদের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে তৈরিকৃত ক্রেস্টগুলোতে ফয়সাল আহমেদ শান্তর নামেও ক্রেস্ট বানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ