প্যাসিফিক ক্যাজুয়েলস বন্ধ ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিইপিজেডে কারখানাটির ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়— কারখানায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে হতে কারখানার ১ ও ২ ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়াল কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিন্স গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। উভয় প্রতিষ্ঠানের শ্রমিকরা একে অপরের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ করেন।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top