প্যারাবন কেটে চিংড়িঘের, অভিযানে পালিয়ে বাঁচলো ভূমিদস্যুরা

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের হাজার হাজার বাইন গাছ নিধন করে অবৈধভাবে গড়ে উঠা চিংড়িঘের উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করেছে বেজা কর্তৃপক্ষ । অভিযানে দুটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ভূমিদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ইকোনমিকজোন (বেজা) উপ-ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অভিযানে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা ও সোনাদিয়া বাংলাদেশ ইকোনমিকজোন (বেজা) অধিকগ্রহণ এলাকায় সরকারি জমি দখলমুক্ত করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুতুবজোমের ঘটিভাঙা-সোনাদিয়াসহ বিভিন্ন এলাকায় বিশাল প্যারাবন কেটে স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালীরা জোটবদ্ধ হয়ে নির্মাণ করে আসছে অবৈধ চিংড়ি ঘের। এসব অবৈধ চিংড়ি ঘের কেটে দেওয়ায় পরিবেশবাদি সংগঠনের নেতারা বেজা কর্তৃপক্ষের লোকজনকে সাধুবাদ জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top