পোল্যান্ডকে উড়িয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

সিপ্লাস ডেস্ক: শুরুটা ভালো ছিল না আর্জেন্টিনার। সেনেগালের কাছে ২-১ গোলে হার দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হয়েছিল তাদের। এর পর টানা দুই ম্যাচ জিতে ইন্দোনেশিয়ায় চলতি ছোটদের বিশ্বকাপের শেষ ষোলতে উঠে গেছে মেসি-ম্যারাডোনার দেশ।

(শুক্রবার) বিকেলে জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ৪-০ গোলে হারিয়েছে ইউরোপের দেশ পোল্যান্ডকে।

জাপানকে ৩-১ ও পোল্যান্ডকে ৪-০ গোলে হারানো আর্জেন্টিনা ‌’ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই খেলবে শেষ ষোলতে। এই গ্রুপ রানার্সআপ হয়েছে সেনেগাল। তাদের পয়েন্টও ৬। গোলগড়ে সেনেগালকে পেছনে ফেলেছে আর্জেন্টিনা।

৩৪ মিনিটে থিয়েগো ইজেকুয়েলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির আগে আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন রাবার্তো। ৫২ মিনিটে সুবিয়াব্রে ও ৮৬ মিনিটে লোপেজ গোল করলে ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গ্রুপের অন্য ম্যাচে জাপান ২-০ গোলে হারিয়েছে সেনেগালকে। এই জয়ে এশিয়ার দেশটি সেরা চার তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলতে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো।

Scroll to Top